উপদেষ্টা পরিষদ

উপদেষ্টা পরিষদ
বিভাগ থেকে নিয়ে উপজিলা/থানা শাখা মুজাহিদ কমিটি পর্যন্ত প্রতিটি শাখায় প্রয়োজনবোধে সর্বোচ্চ ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করতে পারবেন। তাদের মধ্যে ১ জন প্রধান উপদেষ্টা এবং বাকী ১০ জন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে প্রাক্তন দায়িত্বশীলদের মধ্য থেকে শারীরিক সক্ষমতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দিতে হবে।

উপদেষ্টা পরিষদের দায়িত্ব ও কর্তব্য
উপদেষ্টা পরিষদের দায়িত্ব ও কর্তব্য নিম্নে বর্ণিত হলো-

ক. সংশ্লিষ্ট কমিটির সাংগঠনিক কর্মকান্ডে প্রয়োজনীয় পরামর্শ দিবেন।
খ. সংশ্লিষ্ট কমিটির মাসিক সভায় উপস্থিত থেকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।
গ. সংশ্লিষ্ট কমিটির দায়িত্বশীল ও সদস্যদের ন্যয় নির্ধারিত হারে মাসিক দান নিয়মিত প্রদান করবেন।
ঘ. সংশ্লিষ্ট কমিটির আভ্যন্তরীন এবং আওতাধীন অধঃস্তন কমিটিসমূহে কোনো বিশৃঙ্খলা বা সমস্যা সৃষ্টি হলে তা নিরসনকল্পে প্রয়োজনীয় পরামর্শ ও পদক্ষেপ গ্রহণ করবেন।

একনজরে বামুক

  • প্রতিষ্ঠাতা : মাওলানা সৈয়দ এসহাক রহ.
  • বর্তমান আমীর : মুফতি সৈয়দ রেজাউল করীম
  • সেক্রেটারি জেনারেল : খন্দকার গোলাম মাওলা
  • প্রতিষ্ঠার তারিখ : ২৬ ফেব্রুয়ারি, ১৯৮২
  • কার্যকরী সদর দপ্তর : ৩৭/১ (৬ষ্ঠ তলা, ফারজানা টাওয়ার), নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০

মুজাহিদ আবেদন ফরম

চরমোনাই তরিকার মুজাহিদ হওয়ার জন্য নিম্নোক্ত ফরমের মাধ্যমে আবেদন করুন

বই অর্ডার ফরম

মুজাহিদ নিবন্ধন ফরম

চরমোনাই তরিকার মুজাহিদগণের আবেদনের প্রেক্ষিতে নিম্নোক্ত ফরমের মাধ্যমে নিবন্ধন করুন

হালকায়ে যিকির কমিটির রেজিস্ট্রেশন ফরম

চরমোনাই তরিকার হালকায়ে যিকির কমিটি নিম্নোক্ত ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন