মজলিসে খাছ

বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সংগঠন মজলিসে খাছ ও মজলিসে আমের সমন্বয়ে গঠিত

ক. মজলিসে খাছ বাংলাদেশ মুজাহিদ কমিটির কার্যকরী সর্বোচ্চ পরিষদ।
খ. এই পরিষদ কমিটির সকল কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করবে।
গ. মজলিসে খাছের সদস্য সংখ্যা হবে সর্বোচ্চ ৫৭ ও সর্বনিম্ন ৩৫ জন; যাদেরকে আমীরুল মুজাহিদীন হযরত পীর সাহেব হুযূর মনোনীত করবেন।

৫৭-৩৫ সদস্যবিশিষ্ট মজলিসে খাছের বিবরণ নিম্নরূপ
১. আমীরুল মুজাহিদীন ১জন
২. নায়েবে আমীরুল মুজাহিদীন ৪ জন
৩. সেক্রেটারী জেনারেল ১ জন
৪. জয়েন্ট সেক্রেটারী ১ জন
৫. এসিস্ট্যান্ট সেক্রেটারী ১ জন
৬. ইমাম-কাম-অডিটর ১ জন
৭. সহকারী ইমাম-কাম-অডিটর ১ জন
৮. সাংগঠনিক সম্পাদক ১ জন
৯. সহকারী সাংগঠনিক সম্পাদক ১ জন
১০. প্রচার ও প্রকাশনা সম্পাদক ১ জন
১১. সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক ১ জন
১২. দপ্তর সম্পাদক ১ জন
১৩. সহকারী দপ্তর সম্পাদক ১ জন
১৪. কোষাধ্যক্ষ ১ জ
১৫. কমান্ডার-১১ জন
১৬. কমান্ডার-২১ জন
১৭. সদস্য ৩৮-১৬ জন
মোট = ৫৭-৩৫ জন

সিদ্ধান্ত বাস্তবায়ন কমিটি
ক. বাংলাদেশ মুজাহিদ কমিটির মজলিসে খাছের সভায় গৃহীত সিদ্ধান্তাবলী বাস্তবায়নের জন্য একটি ‘সিদ্ধান্ত বাস্তবায়ন কমিটি’ থাকবে।
খ. সেক্রেটারী জেনারেল মজলিসে খাছের মধ্য হতে জয়েন্ট সেক্রেটারী থেকে কমান্ডার-২ পর্যন্ত দায়িত্বশীলদেরকে নিয়ে ‘সিদ্ধান্ত বাস্তবায়ন কমিটি’ গঠন করবেন।
গ. আমীরুল মুজাহিদীনের সিদ্ধান্তক্রমে সেক্রেটারী জেনারেল এ সকল দায়িত্বশীল মনোনীত করবেন।
ঘ. সেক্রেটারী জেনারেল ‘সিদ্ধান্ত বাস্তবায়ন কমিটি’র প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।
ঙ. ‘সিদ্ধান্ত বাস্তবায়ন কমিটি’ প্রতি ২ (দুই) বছর পর অগ্রহায়ণের মাহফিলের সময় মজলিসে খাছের মিটিংয়ে ২ বছরের কর্ম পরিকল্পনা পেশ করে অনুমোদন নিবেন।
চ. প্রতি বছর অগ্রহায়ণের মাহফিলে অনুষ্ঠিত মজলিসে খাছের সভায় দ্বি-বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন প্রতিবেদন পেশ করবেন।
ছ. অনুমোদিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘সিদ্ধান্ত বাস্তবায়ন কমিটি’ প্রতি মাসে ঢাকাস্থ কার্যালয়ে মিটিং করবেন।
জ. ‘সিদ্ধান্ত বাস্তবায়ন কমিটি’ তাদের সকল কাজের জন্য মজলিসে খাছ ও মুহ্তারাম আমীরুল মুজাহিদীনের নিকট জবাবদিহী করতে বাধ্য থাকবেন।
ঝ. ‘সিদ্ধান্ত বাস্তবায়ন কমিটি’র সদস্যের যোগ্যতা মজলিসে খাছের সদস্যদের অনুরূপ।

আমীরুল মুজাহিদীনের ক্ষমতা ও অধিকার
১. বাংলাদেশ মুজাহিদ কমিটির সকল ক্ষমতা ও অধিকার আমীরুল মুজাহিদীনের উপর ন্যস্ত থাকবে।
২. তিনি খাছ ও আম উভয় মজলিসেরই প্রধান হবেন।
৩. তিনি মজলিসে খাছের সদস্যগণের সাথে পরামর্শ করে তাঁদের মধ্য হতে বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মনোনীত করবেন।
৪. তিনি যেকোনো শরয়ী কারণে যেকোনো মুহূর্তে মজলিসে খাছ ভেঙে দিতে পারবেন।
৫. তাঁর পূর্ব অনুমোদন ব্যতীত বাংলাদেশ মুজাহিদ কমিটি জাতীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বা কার্যক্রম আরম্ভ করতে পারবে না।
৬. তিনি মজলিসে খাছের সদস্যগণের সঙ্গে পরামর্শক্রমে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
৭. মজলিসে খাছের সভায় গৃহীত শুধুমাত্র দ্বীনি ও জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের ব্যাপারে প্রয়োজনবোধে তিনি মজলিসে আমের পরামর্শ নিবেন।
৮. তিনি যেকোনো সময়ে যেকোনো স্থানে মজলিসে খাছের জরুরী সভা আহ্বান করতে পারবেন।
৯. তাঁর যেকোনো নির্দেশ কুরআন ও হাদীসের বরখেলাপ না হওয়া পর্যন্ত সংগঠনের সবাইকে মেনে নিতে হবে।

বাংলাদেশ মুজাহিদ কমিটির অন্যান্য দায়িত্বশীল ও সদস্যগণের দায়িত্ব-কর্তব্য
১. নায়েবে আমীরুল মুজাহিদীন
ক. নায়েবে আমীরুল মুজাহিদীনগণ সর্বাবস্থায় আমীরুল মুজাহিদীনকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
খ. জ্যেষ্ঠতার ক্রমানুসারে আমীরুল মুজাহিদীনের অনুপস্থিতিতে তাঁর অর্পিত দায়িত্ব পালন করবেন ও সভায় সভাপতিত্ব করবেন।

২. সেক্রেটারী জেনারেল
ক. বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রধান নির্বাহী হিসেবে সেক্রেটারী জেনারেল কমিটির সাংগঠনিক ও প্রশাসনিক সকল দায়িত্ব পালন করবেন। মজলিসে খাছের সভার সকল সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
খ. তিনি প্রয়োজনবোধে সংগঠনের অধঃস্তন যেকোনো শাখা কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিতাদেশ দিয়ে আহবায়ক কমিটি গঠন করার ক্ষমতা সংরক্ষণ করবেন।
গ. তিনি আমীরুল মুজাহিদীনের অনুমোদনক্রমে মজলিসে খাছ ও মজলিসে আমের সভা আহ্বান করবেন।
ঘ. তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটির সার্বিক দায়িত্ব পালনের ব্যাপারে আমীরুল মুজাহিদীনসহ মজলিসে খাছের কাছে দায়ী থাকবেন।
ঙ. তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি, আওতাধীন বিভিন্ন পর্যায়ের শাখা কমিটি ও মাদ্রাসাসমূহের সকল কার্যক্রম বিশেষ করে অর্থনৈতিক কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বার্ষিক নিরীক্ষা কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করবেন।

৩. জয়েন্ট সেক্রেটারী
তিনি সেক্রেটারী জেনারেলকে কমিটির সকল কাজে সর্বাবস্থায় সর্বপ্রকার সাহায্য ও সহায়তা প্রদান করবেন এবং সেক্রেটারী জেনারেলের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব পালন করবেন।

৪. এসিস্ট্যান্ট সেক্রেটারী
তিনি সেক্রেটারী জেনারেল ও জয়েন্ট সেক্রেটারীকে সর্বোতভাবে সাহায্য ও সহযোগিতা প্রদান করবেন এবং অর্পিত যেকোনো দায়িত্ব পালন করবেন।

৫. ইমাম-কাম-অডিটর
ক. তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটির আওতাধীন যেকোনো শাখা কমিটির মাসিক ইজতিমা ও শবগুজারীসহ তা’লীম ও হালকায়ে যিকির তদারকি করবেন।
খ. তিনি সেক্রেটারী জেনারেলের সঙ্গে পরামর্শক্রমে নীতিমালা অনুযায়ী ওয়াজ-নসিহত, তা’লীম ও হালকায়ে যিকির পরিচালনার ব্যাপারে বাস্তব প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পালন করবেন।
গ. তিনি মুজাহিদগণের ইসলাহে নফসের ক্রমোন্নতির লক্ষ্যে সব ধরণের পরিকল্পনা গ্রহণ করে মজলিসে খাছের নিকট উপস্থাপন করবেন এবং মজলিসে খাছের সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়নের ব্যবস্থা করবেন।

৬. সহকারী ইমাম-কাম-অডিটর
তিনি সর্বাবস্থায় ইমাম-কাম-অডিটরকে সকল কাজে সহযোগিতা করবেন এবং ইমাম-কাম-অডিটরের অনুপস্থিতিতে তার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

৭. সাংগঠনিক সম্পাদক
তিনি সেক্রেটারী জেনারেলের সঙ্গে পরামর্শক্রমে সংগঠনের সম্প্রসারণ ও পরিধি বিস্তারের সকল দায়িত্ব পালন করবেন।

৮. সহকারী সাংগঠনিক সম্পাদক
তিনি সাংগঠনিক সম্পাদকের সকল কার্যক্রমে সহযোগিতা করবেন এবং সাংগঠনিক সম্পাদকের অনুপস্থিতিতে তার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

৯. প্রচার ও প্রকাশনা সম্পাদক
তিনি সেক্রেটারী জেনারেল সাহেবের সঙ্গে পরামর্শক্রমে সংগঠনের প্রচার ও প্রকাশনা কাজের সকল দায়িত্ব পালন করবেন এবং মুজাহিদ প্রকাশনীর সার্বিক উন্নতিকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়াও প্রকাশনায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণের কাজকর্ম তদারকি করবেন। প্রয়োজনে সেক্রেটারী জেনারেলের নিকট রিপোর্ট দিবেন।

১০. সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক
তিনি সর্বাবস্থায় প্রচার ও প্রকাশনা সম্পাদকের সকল কাজে সহযোগিতা প্রদান করবেন।

১১. দপ্তর সম্পাদক
তিনি বামুকের দাপ্তরিক নথিপত্র রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন দপ্তর ও শাখা কমিটিসমূহের সাথে সব ধরণের পত্র যোগাযোগ ব্যবস্থা কার্যকর করবেন এবং অর্পিত অন্য যেকোনো দায়িত্ব পালন করবেন।

১২. সহকারী দপ্তর সম্পাদক
তিনি সংগঠনের দাপ্তরিক সকল কাজে দপ্তর সম্পাদককে সহযোগিতা করবেন এবং অর্পিত যেকোনো দায়িত্ব পালন করবেন।

১৩. কোষাধ্যক্ষ
তিনি বামুকের হিসাব রক্ষক কর্তৃক তৈরীকৃত সংগঠনের সকল বিল/মেমো, ভাউচার, ক্যাশ বই, লেজার ইত্যাদির যথার্থতা তদারকি ও স্বাক্ষর করবেন।

১৪. কমান্ডার-১
ক. তিনি আল্লাহর বান্দাগণকে আল্লাহর দিকে ডাকবেন এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির সংবাদাদি আদান-প্রদান করবেন।
খ. তিনি আমীরুল মুজাহিদীন ও সেক্রেটারী জেনারেল উভয়ের সঙ্গে পরামর্শক্রমে স্বেচ্ছাসেবক টিমের সকল কার্যক্রম আঞ্জাম দিবেন।

১৫. কমান্ডার-২
তিনি কমান্ডার-১ -কে সর্বোতভাবে সাহায্য সহযোগিতা প্রদান করবেন।

১৬. সদস্য
বাংলাদেশ মুজাহিদ কমিটির সর্বোচ্চ পরিষদ মজলিসে খাছের সদস্য হিসেবে কমিটির সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার পরামর্শ দিবেন এবং মজলিসে খাছের সভার সিদ্ধান্ত মোতাবেক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করবেন।

একনজরে বামুক

  • প্রতিষ্ঠাতা : মাওলানা সৈয়দ এসহাক রহ.
  • বর্তমান আমীর : মুফতি সৈয়দ রেজাউল করীম
  • সেক্রেটারি জেনারেল : খন্দকার গোলাম মাওলা
  • প্রতিষ্ঠার তারিখ : ২৬ ফেব্রুয়ারি, ১৯৮২
  • কার্যকরী সদর দপ্তর : ৩৭/১ (৬ষ্ঠ তলা, ফারজানা টাওয়ার), নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০

মুজাহিদ আবেদন ফরম

চরমোনাই তরিকার মুজাহিদ হওয়ার জন্য নিম্নোক্ত ফরমের মাধ্যমে আবেদন করুন

বই অর্ডার ফরম

মুজাহিদ নিবন্ধন ফরম

চরমোনাই তরিকার মুজাহিদগণের আবেদনের প্রেক্ষিতে নিম্নোক্ত ফরমের মাধ্যমে নিবন্ধন করুন

হালকায়ে যিকির কমিটির রেজিস্ট্রেশন ফরম

চরমোনাই তরিকার হালকায়ে যিকির কমিটি নিম্নোক্ত ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন