চরমোনাইর মরহুম পীর ছাহেবদ্বয় হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ এছহাক (রহঃ) এবং হযরত মাওলানা সৈয়দ মোঃ ফজলুল করীম (রহঃ) মুসলিম জাতিকে এক সুশৃঙ্খল ইসলামী ভাব ধারায় সু-সংগঠিত করিবার জন্য আজীবন প্রচেষ্টা চালাইয়া গিয়াছেন। কাওলুল জামিল কিতাবে অনেকগুলো তরীকার কথা উল্লেখ আছে, তন্মধ্যে চিশতীয়া ছাবেরিয়া তরীকা একেবারে সহজ। এই তরীকার পীরাণে পীর হযরত মাওলানা হাজী এমদাদ উল্লাহ মোহাজেরে মক্কি ছাহেব (রহঃ), তাঁহার খলীফা হযরত মাওলানা রশীদ আহমাদ গঙ্গুহী ছাহেব (রহঃ), তাঁহার খলীফা হযরত মাওলানা ক্বারী ইব্রাহিম ছাহেব (রহঃ), তাঁহার খলীফা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ এছহাক ছাহেব (রহঃ), এবং তাহারই খলীফা হযরত মাওলানা সৈয়দ মোঃ ফজলুল করীম (রহঃ) মুসলমান জাতিকে নফ্স ও শয়তানের বিরুদ্ধে জিহাদ করিয়া জামাত বন্দী হইয়া আল্লাহর জিকিরে মশগুল থাকা ও সুন্নাত তরীকা অনুযায়ী পূর্ণ ইসলামী জীবন যাপন করার জন্য বাংলাদেশে এমনকি বাংলাদেশের বাহিরেও বহু মুজাহিদ কমিটি গঠন করিয়া গিয়াছেন। এই মুজাহিদ কমিটিগুলি সু-সংগঠিত করিয়া যাহাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এবং ইহার প্রচার ও প্রসার ঘটাইয়া বাংলাদেশের প্রত্যেকটি মহল্লা, মসজিদ এমনকি বাংলাদেশের বাহিরেও হালকায়ে জিকির ও তা’লীম-তরবিয়তের ব্যবস্থা করিয়া আল্লাহর বান্দাগনকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া যায় সেই লক্ষ্যে বিগত ১৯৮২ সালের ২৬শে ফেব্রুয়ারী চরমোনাইর বাৎসরিক মাহফিলে চরমোনাইর মরহুম পীর আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম (রহঃ) ছাহেবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ মুজাহিদ কমিটি নামে একটি অরাজনৈতিক কমিটি গঠন করিবার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

একনজরে বামুক

  • প্রতিষ্ঠাতা : মাওলানা সৈয়দ এসহাক রহ.
  • বর্তমান আমীর : মুফতি সৈয়দ রেজাউল করীম
  • সেক্রেটারি জেনারেল : খন্দকার গোলাম মাওলা
  • প্রতিষ্ঠার তারিখ : ২৬ ফেব্রুয়ারি, ১৯৮২
  • কার্যকরী সদর দপ্তর : ৩৭/১ (৬ষ্ঠ তলা, ফারজানা টাওয়ার), নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০

মুজাহিদ আবেদন ফরম

চরমোনাই তরিকার মুজাহিদ হওয়ার জন্য নিম্নোক্ত ফরমের মাধ্যমে আবেদন করুন

বই অর্ডার ফরম

মুজাহিদ নিবন্ধন ফরম

চরমোনাই তরিকার মুজাহিদগণের আবেদনের প্রেক্ষিতে নিম্নোক্ত ফরমের মাধ্যমে নিবন্ধন করুন

হালকায়ে যিকির কমিটির রেজিস্ট্রেশন ফরম

চরমোনাই তরিকার হালকায়ে যিকির কমিটি নিম্নোক্ত ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন