উপদেষ্টা পরিষদ
বিভাগ থেকে নিয়ে উপজিলা/থানা শাখা মুজাহিদ কমিটি পর্যন্ত প্রতিটি শাখায় প্রয়োজনবোধে সর্বোচ্চ ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করতে পারবেন। তাদের মধ্যে ১ জন প্রধান উপদেষ্টা এবং বাকী ১০ জন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে প্রাক্তন দায়িত্বশীলদের মধ্য থেকে শারীরিক সক্ষমতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দিতে হবে।
উপদেষ্টা পরিষদের দায়িত্ব ও কর্তব্য
উপদেষ্টা পরিষদের দায়িত্ব ও কর্তব্য নিম্নে বর্ণিত হলো-
ক. সংশ্লিষ্ট কমিটির সাংগঠনিক কর্মকান্ডে প্রয়োজনীয় পরামর্শ দিবেন।
খ. সংশ্লিষ্ট কমিটির মাসিক সভায় উপস্থিত থেকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।
গ. সংশ্লিষ্ট কমিটির দায়িত্বশীল ও সদস্যদের ন্যয় নির্ধারিত হারে মাসিক দান নিয়মিত প্রদান করবেন।
ঘ. সংশ্লিষ্ট কমিটির আভ্যন্তরীন এবং আওতাধীন অধঃস্তন কমিটিসমূহে কোনো বিশৃঙ্খলা বা সমস্যা সৃষ্টি হলে তা নিরসনকল্পে প্রয়োজনীয় পরামর্শ ও পদক্ষেপ গ্রহণ করবেন।