মজলিসে আম

বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সংগঠন মজলিসে খাছ ও মজলিসে আমের সমন্বয়ে গঠিত

ক. মজলিসে আম বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সংগঠনের সাধারণ পরিষদ। মজলিসে আমের সদস্য সংখ্যা হবে ৩১৩ জন।
খ. মজলিসে খাছের সদস্যগণ পদাধিকার বলে মজলিসে আমের সদস্য হবেন।
গ. প্রত্যেক বিভাগ ও জিলা শাখা মুজাহিদ কমিটির ছদর, সাধারণ সম্পাদক ও ইমাম-কাম-অডিটরগণ মজলিসে আমের সদস্য হিসেবে গণ্য হবেন।
ঘ. বাকী সদস্যগণ মজলিসে খাছের পরামর্শক্রমে আমীরুল মুজাহিদীন কর্তৃক মনোনীত হবেন।

একনজরে বামুক

  • প্রতিষ্ঠাতা : মাওলানা সৈয়দ এসহাক রহ.
  • বর্তমান আমীর : মুফতি সৈয়দ রেজাউল করীম
  • সেক্রেটারি জেনারেল : খন্দকার গোলাম মাওলা
  • প্রতিষ্ঠার তারিখ : ২৬ ফেব্রুয়ারি, ১৯৮২
  • কার্যকরী সদর দপ্তর : ৩৭/১ (৬ষ্ঠ তলা, ফারজানা টাওয়ার), নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০

মুজাহিদ আবেদন ফরম

চরমোনাই তরিকার মুজাহিদ হওয়ার জন্য নিম্নোক্ত ফরমের মাধ্যমে আবেদন করুন

বই অর্ডার ফরম

মুজাহিদ নিবন্ধন ফরম

চরমোনাই তরিকার মুজাহিদগণের আবেদনের প্রেক্ষিতে নিম্নোক্ত ফরমের মাধ্যমে নিবন্ধন করুন

হালকায়ে যিকির কমিটির রেজিস্ট্রেশন ফরম

চরমোনাই তরিকার হালকায়ে যিকির কমিটি নিম্নোক্ত ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন