অগ্রহায়ণ/১৪২৮ মাসের চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন

বিশেষ বিজ্ঞপ্তি

বিষয় : আগামী অগ্রহায়ণ/১৪২৮ মাসে অনুষ্ঠিতব্য চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন প্রসংগে।

আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
সকল মুজাহিদ, মুহিব্বিন এবং ধর্মপ্রান মুসলিম ভাইদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আগামী ২৮/১১/২০২১ ইং তারিখে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষনার কারণে এবং অন্যদিকে প্রতি বছরের ন্যায় আপনাদের ব্যাপক অংশগ্রহনের সুযোগ সৃষ্টি কল্পে অগ্রহায়ণ/১৪২৮ মাসে অনুষ্ঠিতব্য চরমোনাই মাহফিল ১১, ১২, ১৩ অগ্রহায়ন/১৪২৮ মোতাবেক ২৬, ২৭, ২৮ নভেম্বর/২০২১ এর পরিবর্তে ২৩, ২৪, ২৫ অগ্রহায়ন/১৪২৮ মোতাবেক ০৮, ০৯, ১০ ডিসেম্বর/২০২১ ইং তারিখ রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত ওলামা-মাশায়েখগণ উপস্থিত থেকে সার্বক্ষণিক দ্বীনি তালীম-তারবিয়াত দান করবেন।

আত্মার প্রশান্তি অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি এবং হুজুরে পাক সা.-এর আদর্শভিত্তিক নির্মল চারিত্রিক গুণাবলী লাভের প্রত্যাশায় উক্ত মাহফিলে আপনাদের স্ব-বান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আল্লাহ তায়ালা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমীন।

মা’য়াস্সালাম
(খন্দকার গোলাম মাওলা)
সেক্রেটারী জেনারেল
বাংলাদেশ মুজাহিদ কমিটি

শেয়ার করুন

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

একনজরে বামুক

  • প্রতিষ্ঠাতা : মাওলানা সৈয়দ এসহাক রহ.
  • বর্তমান আমীর : মুফতি সৈয়দ রেজাউল করীম
  • সেক্রেটারি জেনারেল : খন্দকার গোলাম মাওলা
  • প্রতিষ্ঠার তারিখ : ২৬ ফেব্রুয়ারি, ১৯৮২
  • কার্যকরী সদর দপ্তর : ৩৭/১ (৬ষ্ঠ তলা, ফারজানা টাওয়ার), নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০

মুজাহিদ আবেদন ফরম

চরমোনাই তরিকার মুজাহিদ হওয়ার জন্য নিম্নোক্ত ফরমের মাধ্যমে আবেদন করুন

বই অর্ডার ফরম

মুজাহিদ নিবন্ধন ফরম

চরমোনাই তরিকার মুজাহিদগণের আবেদনের প্রেক্ষিতে নিম্নোক্ত ফরমের মাধ্যমে নিবন্ধন করুন

হালকায়ে যিকির কমিটির রেজিস্ট্রেশন ফরম

চরমোনাই তরিকার হালকায়ে যিকির কমিটি নিম্নোক্ত ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন